সংশোধন

ভুল বা পুরানো তথ্য পরিমার্জন, সংশোধন এবং হালনাগাদ করুন

ধারা ১২ (উপ-ধারা (১), (২), (৩), (৪), (৫))

ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫ (অধ্যাদেশ নং-৬১, ২০২৫) এর ধারা ১২ - উপাত্ত পরিমার্জন, হালনাগাদকরণ ও সম্পূর্ণকরণের অধিকার

উপাত্ত পরিমার্জন, হালনাগাদকরণ ও সম্পূর্ণকরণের অধিকার কী?

ধারা ১২ এর উপ-ধারা (১) অনুযায়ী উপাত্তধারীর, ব্যক্তিগত উপাত্ত প্রক্রিয়াকরণের উদ্দেশ্য বিবেচনায় রাখিয়া, নিম্নলিখিত অধিकার রয়েছে:

  • অশুদ্ধ বা বিভ্রান্তিকর ব্যক্তিগত উপাত্ত সংশোধন করা
  • অসম্পূর্ণ ব্যক্তিগত উপাত্ত সম্পূর্ণকরণ করা
  • উপাত্ত-জিম্মাদারের নিকট রক্ষিত ব্যক্তিগত উপাত্ত হালনাগাদৃত অবস্থায় রাখা
  • উপ-ধারা (২): উপাত্ত-জিম্মাদার অসম্মতি জানালে লিখিতভাবে যৌক্তিক কারণ জানাতে হবে
  • উপ-ধারা (৩): যৌক্তিকতায় সন্তুষ্ট না হলে 'বিরোধপূর্ণ' হিসেবে চিহ্নিত করার অনুরোধ করা যায়

💡 গুরুত্বপূর্ণ তথ্য

  • ধারা ১০ অনুযায়ী লিখিত আবেদনের মাধ্যমে উপাত্ত-জিম্মাদারের নিকট অনুরোধ করতে হবে
  • কোন উপাত্ত ভুল/অসম্পূর্ণ তা এবং সঠিক তথ্য স্পষ্টভাবে উল্লেখ করুন
  • উপ-ধারা (৪): সংশোধনের পর অনধিক ৩০ (ত্রিশ) দিনের মধ্যে আপনাকে এবং তৃতীয় পক্ষকে অবহিত করতে হবে
  • উপ-ধারা (৫): অনুরোধ দাখিল ও নিষ্পন্নের পদ্ধতি প্রবিধান দ্বারা নির্ধারিত হইবে
  • অসম্মতির ক্ষেত্রে কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করার অধিকার আছে
  • ধারা ১৪: পদ্ধতিগত সঞ্চালন (system-wide propagation) এর মাধ্যমে সকল স্থানে সংশোধন হবে

আপনার উপাত্ত সংশোধন করুন

এখনই একটি প্রতিষ্ঠানে আপনার অধিকার প্রয়োগ করুন

শুরু করুন